গাজায় হামাসের অবস্থান এবং সিরিয়ার সেনা স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি বাড়ির ওপর ইসরাইলের হামলার পর হতাহতের সন্ধানের সময় এক ফিলিস্তিনি কান্নায় ভেঙে পড়েন। ২৫ অক্টোবর, ২০২৩।

  • হিজবুল্লাহ নেতা হামাস এবং ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ নেতাদের সাথে আলোচনার আয়োজন করেছেন।
  • যুক্তরাষ্ট্র এখনই কোনোপ্রকার যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, এটি শুধুমাত্র হামাসকে উপকৃত করবে।
  • ইসরাইলে ১৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক মানুষ যারা ৭ অক্টোবরে হামাসের প্রাথমিক হামলায় নিহত হয়।
  • ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক বলেছে, গাজায় মৃতের সংখ্যা অন্তত ৫ হাজার ৭৯১ জনে পৌঁছেছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।

বুধবার ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা গাজা উপত্যকায় হামাসের জঙ্গি স্থাপনা এবং সিরিয়ায় সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামলার লক্ষ্যবস্তুর মধ্যে হামাসের সুড়ঙ্গ, যুদ্ধাস্ত্রের গুদাম এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল।

সিরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দারা প্রদেশে ইসরাইলের হামলায় আটজন সিরীয় সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়া থেকে ইসরাইলের দিকে ছোঁড়া রকেটের জবাবে তারা বিমান হামলা চালিয়েছে।

ইসরাইল-হামাস যুদ্ধ একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে- এমন আশঙ্কার মধ্যেই আন্তঃসীমান্ত হামলাগুলো সংঘটিত হয়।

লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ জঙ্গিদের যুদ্ধে যোগ না দিতে সতর্ক করেছে ইসরাইল।

এই সপ্তাহে মিশর থেকে গাজায় কয়েক দফা সহায়তা পৌঁছেছে। তবে কর্মকর্তারা খাদ্য,পানি, ওষুধের মারাত্মক অভাবের মধ্যে বসবাসরত ফিলিস্তিনিদের চাহিদা মেটাতে সহায়তার পরিমাণ অত্যন্ত অপর্যাপ্ত বলে জানিয়েছেন। সহায়তার মধ্যে কোনো জ্বালানি অন্তর্ভুক্ত করা হয়নি।

ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআএডব্লিউএ) বলেছে, প্রায় ৬ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে গাজায় ১৫০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।