মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের সরিয়ে নেয়ার পরিকল্পনা জোরদার করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস সোমবার অস্ট্রেলিয়ার জিলংয়ে ভাষণ দিচ্ছেন। (২৮ আগস্ট, ২০২৩)

অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে দুটি সামরিক বিমান এবং অনির্দিষ্ট সংখ্যক সৈন্য পাঠাচ্ছে। তার আরও বেশি নাগরিককে যদি সংঘাতপূর্ণ অঞ্চল ত্যাগ করতে হয় সে কারণেই এই উদ্যোগ ।

ক্যানবেরা সরকার আশঙ্কা করছে, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ আরও বাড়তে পারে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সহিংসতা সৃষ্টি করতে পারে।


দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, নিরাপত্তাজনিত কারণে সামরিক বিমান ও সৈন্য কোথায় অবস্থান করবে তা তিনি সুনির্দিষ্ট করে বলতে পারবেন না।

মার্লেস বলেন, হামাস জঙ্গিদের ইসরাইলি সম্প্রদায়ের ওপর হামলার পর থেকে ইসরাইলি বোমাবর্ষণের শিকার গাজায় এখন পর্যন্ত ৭৯ জন অস্ট্রেলীয় নাগরিক রয়েছেন।

ক্যানবেরা সরকার তার নাগরিকদের ইসরাইল ত্যাগে সহায়তা করার জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি প্রত্যাবাসন ফ্লাইটের আয়োজন করেছে। যদিও পরবর্তী ফ্লাইটের সময়সূচী নির্ধারণ করা হয়নি।

মার্লেস আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে এখনও উল্লেখযোগ্য সংখ্যক অস্ট্রেলিয়ান রয়েছে।

তিনি বুধবার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়লে মোতায়েনকৃত সেনা তাদের সরিয়ে নিতে সহায়তা করবে।

১৯৪৯ সাল থেকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে অস্ট্রেলিয়ার। ক্যানবেরার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বলেছে, “ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার উষ্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।”

রাজনৈতিকভাবে, ক্যানবেরা একটি দ্বি-রাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে ইসরাইল এবং একটি ভবিষ্যত ফিলিস্তিনি রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে সহাবস্থান করে।

অস্ট্রেলিয়ার সরকার এই “অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে সামগ্রিকভাবে ইসরাইল এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ভ্রমণের প্রয়োজনীয়তা" পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

মিশরের ক্ষেত্রেও একই পরামর্শ মেনে চলতে বলা হয়েছে।

একই সাথে তাদের লেবাননে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। জর্ডানে কর্তৃপক্ষ সামগ্রিকভাবে সন্ত্রাসী হামলার হুমকির কারণে তাদের "উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করার" পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।