নাইজেরিয়ার সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছে যে ফেব্রুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট বুলা তিনুবু। আদালত তার রাজনৈতিক প্রতিপক্ষের চ্যালেঞ্জ নাকচ করে দেয়। প্রতিপক্ষ বলে ভোট পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ এবং তিনুবু’র যথার্থ যোগ্যতা নেই।
আদালত বলে এই সব অভিযোগের কোন প্রমাণ নেই। এই রায়ের আগেই একটি সিদ্ধান্ত নেয়া হয় যেখানে অপর দুই প্রার্থীর আবেদন আপিল আদালত খারিজ করে দেয়। আর ‘এর ফলে তিনুবুর প্রেসিডেন্ট হবার পথ পরিস্কার হয়ে যায়।
যে প্রার্থীরা নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল করেন তারা হচ্ছেন পিপলস ডেমক্র্যাটিক পার্টি বা পিডিপি’র আতিকা আবুবকর এবং লেবার পার্টির পিটার ওবি । তাঁরা বলছেন যে নির্বাচন কমিশন নির্বাচন কেন্দ্র থেকে অনলাইন পোর্টালে নির্বাচনের ফলাফল ইলেক্ট্রনিকালি পাঠাতে ব্যর্থ হয়েছিল। ফেব্রুয়ারির সেই নির্বাচনে আবু বকর এবং ওবি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন।
তাদের আরেকটি যুক্তি ছিল যে তিনুবু ফেডারেল রাজধানী আবুজায় ২৫% ‘রও কম ভোট পান যা কীনা প্রেসিডেন্ট হবার জন্য সর্বনিম্ন ভোটের চেয়েও কম।
আবু বকরের আইনজীবি এ রকম প্রমাণ দেয়ার চেষ্টা করেন যে তিনুবু একটি আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে তার শিক্ষাগত যোগ্যতা নকল করেছেন, কিন্তু আদালত এটি নাকচ করে দিয়ে বলে যে নাইজেরিয়ার সংবিধানে দেয়া সময় সীমার মধ্যে দেয়া মূল আবেদনে তা স্থান পায়নি।
বিচারপতি ইনইয়াং ওকোরো বলেন, “ আবেদন পত্রে যে সব তথ্য ও নথিপত্র দেয়া হয়নি, সেগুলোর কোন স্থান নেই বিভিন্ন পক্ষের বিবাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে”।
আদালতের এই রায়ের প্রেক্ষাপটে সেই ধারাই লক্ষ্য করা গেছে যেখানে নাইজেরিয়ার নির্বাচনগুলো ব্যালট নকল করার মতো অভিযোগ আনা হয় কিন্তু কোন নির্বাচনের ফলাফলই বাতিল করা হয়নি।