রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় এক পরিবারের ৯ জন নিহত

দোনেৎস্কে রাশিয়া-ইউক্রেন সংঘাত চলাকালে সাম্প্রতিক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবনের প্রবেশপথ দেখা যাচ্ছে। (২৬ অক্টোবর, ২০২৩)

ইউক্রেন জানিয়েছে, রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলীয় শহর ভলনোভাখায় একটি পরিবারকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক পাওয়া ছবিগুলোতে ভুক্তভোগীরা রক্তাক্ত দেয়ালের মধ্যে তাদের বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছে এরকম ভয়ংকর দৃশ্য দেখা যায়।

দোনেৎস্ক প্রদেশে ইউক্রেন সমর্থিত প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, রাশিয়ান বাহিনী যাতে সেখানে থাকতে পারে সেজন্য সামরিক ইউনিফর্ম পরিহিত একদল লোক ঐ বাড়িটি খালি করার দাবি করে। বাড়ির মালিক তা প্রত্যাখ্যান করায় ও এই হত্যাকাণ্ড ঘটে। অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

রুশ তদন্তকারীরা বলছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সৈন্যকে আটক করা হয়েছে। তারা ইউক্রেনে কাজ করার জন্য রাশিয়ার সামরিক বাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর করেছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করার অল্প সময়ের মধ্যেই ভলনোভাখা রাশিয়ান বাহিনী দ্বারা দখল করা হয়। দোনেৎস্ক এবং পার্শ্ববর্তী লুহানস্ক অঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সালে সরকারী ভবনগুলি দখল করে এসব অঞ্চলগুলিকে স্বাধীন "গণপ্রজাতন্ত্র" হিসাবে ঘোষণা করে।

ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখলের পর এই পদক্ষেপ নেওয়া হয়।

ইউক্রেনীয় ও রুশ সৈন্যরা যখন যুদ্ধের মধ্যে রয়েছে তখন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের দ্বিতীয় বছর চলছে।

রুশ বাহিনী বাখমুত শহরের চারপাশে, বিশেষ করে কৌশলগত শহর আভদিভকার নিকটে একটি নতুন আক্রমণাত্মক অভিযান শুরু করেছে।

জুনে শুরু হওয়া ইউক্রেনের পাল্টা আক্রমণ ধীর গতিতে হলেও অগ্রগতি অর্জন করেছে। তারা কয়েকশ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি আর রয়টার্স থেকে নেয়া হয়েছে।