ইউক্রেনে শেষকৃত্য অনুষ্ঠানে মারাত্মক হামলার দায় নিতে রাশিয়াকে জাতিসংঘের আহবান

ফাইল ছবি—রোজা গ্রামে রুশ রকেট হামলায় নিহত দুজনের মরোদেহের সামনে তাদের আত্মীয়দের দেখা যাচ্ছে। (৯ অক্টোবর, ২০২৩)

৫ অক্টোবর এক ইউক্রেনীয় গ্রামে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে ভয়াবহ হামলার দায় নিতে রাশিয়াকে অনুরোধ করেছে জাতিসংঘ। এই হামলায় ৫৯ বেসামরিক নাগরিক নিহত হন।

ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত জাতিসংঘের সংস্থা (এইচআরএমএমইউ) এক প্রতিবেদনে বলছে, খুব সম্ভবত ইউক্রেনের গ্রাম রোজার বিস্ফোরণের জন্য নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রুশ স্বল্প পাল্লার ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র ইসকান্দার মিসাইল দায়ী। এই প্রতিবেদনে ঘটনাস্থলের ভেঙে পড়া পাথর ও অন্যান্য ক্ষয়ক্ষতির বরাত দিয়ে বলা হয়েছে, রাশিয়া এই হামলার জন্য দায়ী।

রাশিয়া ২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর রোজার ঘটনাটি ছিল সবচেয়ে বড় হামলার অন্যতম। এতে ৩৬ নারী, ২২ পুরুষ ও এক ৮ বছর বয়সী ছেলে প্রাণ হারায়।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের হাই কমিশনার বলেন, “রুশ ফেডারেশনের প্রতি এই হামলায় বেসামরিক ব্যক্তিদের হতাহতের দায় স্বীকার করে নেওয়ার এবং হামলার বিষয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া চালিয়ে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহত করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এ ছাড়াও, এই হামলার প্রত্যক্ষ ও পরোক্ষ ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও প্রতিকারের উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানানো হচ্ছে।”

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া “লক্ষ্যবস্তু সামরিক অবকাঠামো না বেসামরিক ব্যক্তি বা অবকাঠামো, সে বিষয়টি যাচাই করার সকল সম্ভাব্য প্রক্রিয়া অবলম্বন করতে ব্যর্থ হয়েছে অথবা স্বেচ্ছায় বেসামরিক ব্যক্তি বা বস্তুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।”

প্রতিবেদনে বলা হয়, উভয় ব্যাখ্যাই আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

রাশিয়া এই হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদে মন্তব্য করেন, “জনৈক উচ্চপদস্থ ইউক্রেনীয় জাতীয়তাবাদী” ও তার “অনেক নব্য-নাৎসি সহযোগী” সেখানে ছিলেন।

এই প্রতিবেদনের বিষয়ে রাশিয়া বা ইউক্রেন কোনো মন্তব্য করেনি।

রাশিয়া বারবার দাবি করেছে তারা বেসামরিক ব্যক্তি বা অবস্থানকে লক্ষ্য করে হামলা চালায় না।