ইউক্রেন জানিয়েছে রাশিয়া বুধবার অন্তত ১১৮টি বসতিতে গোলাবর্ষণ করেছে যা গত বছর থেকে কোনও একদিনে চালানো হামলার মধ্যে সবচেয়ে বড়।
ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রীর বক্তব্য অনুযায়ী,১০টি অঞ্চল জুড়ে গোলাবর্ষণ করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের মতে, এই নৈশ হামলায় দু’জন নিহত হয়েছে; একজন খারকিভ অঞ্চলে ও অন্যজন খেরসন অঞ্চলে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শর নিকোপোলে দিনের বেলা চালানো হামলায় এক ৫৯ বছর বয়সী নারী নিহত ও চারজন আহত হয়েছেন। জাপোরিঝিয়াতে হামলায় ৫২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
ইউক্রেন আরও জানিয়েছে, শিল্পশহর ক্রেমেনচাকে একটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ১০০ জন দমকল কর্মী কয়েক ঘন্টা ধরে সেই আগুন নেভানোর চেষ্টা করে। এই হামলায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাল্টা জবাবে ইউক্রেনের বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি করতে ব্যর্থ হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার এক বিবৃতিতে নিজেদের যুদ্ধকৌশলের পক্ষে বলেন, দ্রুত সাফল্যের প্রত্যাশা বাস্তবসম্মত নয় এবং কিছু কৃতিত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
রাশিয়া অভ্যন্তরীণ ভাবে অস্ত্র উৎপাদন বৃদ্ধি করছে এবং বিদেশি মিত্রদের কাছে সাহায্যের আবেদন করছে। অ্যাসোসিয়েটেড প্রেসের বক্তব্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা ইয়ো সাং-বাম বুধবার বলেছেন, সোওলের গোয়েন্দা বিভাগের ধারণা, উত্তর কোরিয়া জাহাজ মারফত ১০ লাখের বেশি আর্টিলারি গোলা পাঠিয়েছে।
ইউক্রেনও সাহায্যের জন্য তার মিত্রদের দিকে তাকিয়ে রয়েছে। পশ্চিমা দেশগুলি ত্রাণ হিসেবে কয়েক বিলিয়ন ডলার ও সামরিক সরঞ্জাম দিয়ে চলেছে।