সেনাদের গাজা শহর অবরোধের মধ্যে ইসরাইল সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ইসরাইলের দিক থেকে তোলা এই ছবিতে গাজা ভূখণ্ডে ইসরাইলের বোমাবর্ষণ দেখা যাচ্ছে; ২ নভেম্বর ২০২৩।

  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার ইসরাইলে পৌঁছেছেন। সেখানে তিনি, গাজায় আক্রমণ থামানোর জন্য ইসরাইলের সরাকরের প্রতি আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে; যাতে গাজায় মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে পারে।
  • হামাসের হামলার পর, ইসরাইলে আটকে পড়া হাজার হাজার ফিলস্তিনি শ্রমিককে গাজায় ফেরত পাঠাচ্ছে ইসরাইল।
  • ইসরাইল বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সংকট তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে, সাময়িক যুদ্ধ বিরতির কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে, তাদের সেনারা গাজা শহর ঘিরে রেখেছে।
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বৃহস্পতিবার গাজা থেকে ৭৪ জন আমেরিকানকে মিশরে সরিয়ে নেয়া হয়েছে।
  • সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, গাজা উপত্যকায় তাদের পরিচালিত চারটি আশ্রয়কেন্দ্র আক্রান্ত হয়েছে। এ গুলোতে প্রায় ২০ হাজার ফিলিস্তিনি বসবাস করে।
  • জাবালিয়া শরণার্থী শিবিরের চারপাশে ইসরাইলের প্রাণঘাতী হামলায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, “আমরা এসব অসম আক্রমণের জন্য গভীরভাবে উদ্বিগ্ন; আর, এগুলো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরাইলের সৈন্যরা গাজা শহর ঘিরে রেখেছে; আর, গাজায় মানবিক সংকট বাড়ছে এবং হামাস জঙ্গিদের সাথে একটি সাময়িক যুদ্ধ বিরতির জন্য কূটনৈতিক উদ্যোগ চলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরাইল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধের একটি “মানবিক বিরতির” আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “একটি বিরতি মানে বন্দীদের বের করার জন্য সময় দেয়া। সময় দিন।”

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি সংবাদদাতাদের বলেছেন, আরো পাঁচজন আমেরিকান বুধবার রাফাহ সীমান্ত অতিক্রম করেছেন।

তার অনুমান, গাজায় এক হাজার থেকে বারোশো যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক, বৈধ স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবার রয়েছে।

কাতারের মধ্যস্থতায়, ইসরাইল, মিশর ও হামাসের একটি চুক্তির অংশ হিসেবে, বিদেশী পাসপোর্টধারীদের চলে যাওয়ার জন্য রাফাহ সীমান্ত পথ আবার খুলে দেয়া হয়েছে।

চুক্তির অংশ হিসেবে অন্তত ৮১ জন আহত ফিলিস্তিনিকে গাজা থেকে মিশরের হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে।

জাতিসংঘ প্রতিবেদক মার্গারেট বাশীর এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু অংশ এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।