ইসরাইল-হামাস যুদ্ধ ও গাজায় মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য জর্ডানে ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন (বামে) জর্ডানের আম্মানে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-সানির (বাম থেকে দ্বিতীয়)সঙ্গে একটি হোটেলে বৈঠক করেন।(৪ নভেম্বর, ২০২৩)

সর্বসাম্প্রতিক সংবাদঃ

  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জর্ডানে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।

  • শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে ব্লিংকেন ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত বৃদ্ধি রোধে জোর দেন। তাছাড়াও ফিলিস্তিনিদের রক্ষায় আরও বেশি কিছু করা এবং গাজায় সহায়তা বাড়ানোর বিষয়টি নিয়েও কথা বলেন।
  • হামাসের হামলার পর ইসরাইলে আটকে পড়া হাজার হাজার ফিলিস্তিনি শ্রমিককে গাজায় ফেরত পাঠাচ্ছে ইসরাইল।
  • ইসরাইল বলছে, যুদ্ধ বন্ধ এবং গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে তাদের সৈন্যরা গাজা শহর ঘিরে রেখেছে।

  • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলে কংগ্রেসের সফরের জন্য সামরিক সহায়তা স্থগিত করেছেন। আরও অনেক সিনিয়র নেতাদেরও ইসরাইল সফরের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • জাবালিয়া শরণার্থী শিবিরের চারপাশে ইসরাইলি প্রাণঘাতী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলেছে, এগুলো “যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত” হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইসরাইল সফর শেষে জর্ডানের আম্মানে রয়েছেন।

আম্মানে, ব্লিংকেন জর্ডানের কর্মকর্তাদের ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করছেন। এর পাশাপাশি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সেক্রেটারি জেনারেলের সাথেও তিনি বৈঠক করছেন।

গাজার মানবিক সংকট এবং ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর পরিকল্পনা প্রণয়নের জন্যই তারা বৈঠক করছেন বলে জানা গেছে।

ব্লিংকেন শনিবার লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গেও বৈঠক করেন।

ভয়েস অফ আমেরিকার পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক সিন্ডি সাইন এবং ভিওএ'র জাতিসংঘ প্রতিনিধি মার্গারেট বশির এই প্রতিবেদনে অবদান রেখেছেন। এপি, রয়টার্স এবং এএফপি থেকেও কিছু তথ্য পাওয়া গেছে।