ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার তাদের ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত দৈনিক হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে বলছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে শীতকালীন অভিযানে ব্যবহারের জন্য “প্রায় নিশ্চিতভাবেই” বিমান থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বা এএলসিএম “মজুদ” করছে।
মন্ত্রক আরও বলছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ৭ ডিসেম্বর কিয়েভ ও ইউক্রেনের কেন্দ্রের দিকে “বড় আকারের হামলায়” ব্যবহার করা হয়েছে।
যুক্তরাজ্যের মন্ত্রক বলছে, ডিসেম্বরের হামলায় ক্ষেপণাস্ত্রের ব্যবহারের উদ্দেশ্য ছিল “সম্ভবত” ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোর ক্ষতি করা। অপরদিকে, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, এর বেশিরভাগই ইউক্রেন সফলভাবে প্রতিহত করতে পেরেছে।
যুক্তরাজ্যের প্রতিবেদন মতে, এএলসিএম হামলায় ক্ষতির পরিমাণ ন্যুনতম হলেও এতে এক ব্যক্তি নিহত হন।
ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রথমবারের মতো লাতিন আমেরিকা সফরে যাচ্ছেন। তিনি আজ রবিবার আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-র শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।