ইউক্রেনের জন্য ইইউ’র সহায়তা প্যাকেজ আটকে দিল হাঙ্গেরি

বাম থেকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনে একসাথে হাঁটছেন। ৯ ফেব্রুয়ারি, ২০২৩। ফাইল ছবি।

বৃহস্পতিবার ইইউ ইউক্রেনের সাথে সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। শুক্রবার হাঙ্গেরি ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি আর্থিক সহায়তা প্যাকেজ অবরুদ্ধ করেছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সহায়তা প্যাকেজ প্রদানের বিরুদ্ধে ভেটো দিয়েছিলেন। কিন্তু ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, ইইউর ২৭টি দেশের মধ্যে ২৬টি দেশ ইউক্রেনের জন্য ৫৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা প্যাকেজের বিষয়ে সম্মত হয়েছে। রাশিয়াকে পরাস্ত করতে এই আর্থিক সহায়তা জরুরিভাবে প্রয়োজন।

মিশেল বলেন, হাঙ্গেরির নেতা ইউক্রেন সংক্রান্ত আলোচনায় যে বাধাগুলো তৈরি করেছেন সেগুলো সত্ত্বেও “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, একটি ঐতিহাসিক ইউরোপীয় কাউন্সিল।”

অরবান কয়েক সপ্তাহ ধরে বলছিলেন যে, তিনি ইউক্রেনের ইইউতে যোগদানের বিরোধিতা করেন এবং তিনি এই পদক্ষেপের বিরুদ্ধে ভেটো দেবেন।

শেষ পর্যন্ত তিনি ইউক্রেনের ইইউ সদস্যপদের বিরুদ্ধে ভেটো দেননি। বরং ইউক্রেনের যোগদানের বিষয়ে ব্রাসেলসে ভোট হওয়ার সময় তিনি কক্ষ ত্যাগ করেছিলেন বলে জানা গেছে। ব্লকের অন্য ২৬ সদস্য সর্বসম্মতভাবে এর পক্ষে ভোট দিয়েছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেছেন, অরবান তার ভেটো ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। কারণ “তিনি বুঝতে পেরেছিলেন এটি ঠেকানো যাবে না।”

ঘোষণার পরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, ইইউ সদস্যপদ বিষয়ে এই বোঝাপড়া ইউক্রেনের জন্য একটি বিজয়। যা কীনা সমস্ত ইউরোপের জয়।”

জেলেন্সকির এই বিজয় আসলো তার সাম্প্রতিক ওয়াশিংটন সফরের পরে । ওয়াশিংটনে তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের জন্য আরও তহবিল ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের বোঝাতে ব্যর্থ হন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনকে দশ হাজার কোটি ডলারের বেশি আর্থিক সহায়তা প্রদান করেছে। কিন্তু রিপাবলিকান আইনপ্রণেতারা চান ইউক্রেনের জন্য যেকোনো নতুন তহবিল ছাড়ের পরিবর্তে ওই অর্থ যাতে মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করতে কাজে লাগানো হয়।

তবে জেলেন্সকি তার ভাষণে বলেছেন, নর্ডিক দেশগুলো ১৪০ কোটি ডলারের বেশি মূল্যের সহায়তা প্যাকেজ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।