গাজায় ইসরাইলের বিমান হামলায় ১৪ জন নিহত, জানিয়েছে হামাস

খান ইউনিসে একটি মর্গের বাইরে গাজা ভূখণ্ডে ইসরাইলের বোমা হামলায় নিহত আত্নীয়দের জন্য ক্রন্দনরত ফিলিস্তিনিরা। ৪ জানুয়ারি, ২০২৪।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজায় ইসরাইলের বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছে। ইসরাইল ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে নতুন বিমান হামলা এবং স্থল অভিযান পরিচালনা করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলের হামলাটি গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে হয়েছিল। নিহতদের মধ্যে নয়জন শিশুও রয়েছে।

ইসরাইল হামলা সম্পর্কে সরাসরি মন্তব্য করেনি তবে তারা খান ইউনিসে একটি বিমান হামলা চালানোর খবর দিয়েছে। তারা বলেছে, ওই হামলায় বোমা স্থাপনের চেষ্টারত তিনজন জঙ্গি নিহত হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী আরও জানিয়েছে, তাদের স্থলবাহিনীর হামলায় কাছাকাছি একটি ভবনে আরও দুজন জঙ্গি নিহত হয়।

ইসরাইল বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহকে লক্ষ্য করে নতুন হামলার এবং লেবানন থেকে ইসরাইলের দিকে নতুন আন্তঃসীমান্ত রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এক টিভি ভাষণে লেবাননে হামলার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করার একদিন পর হামলার এই ঘটনা ঘটলো।

.ড্রোন হামলায় বৈরুতে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা নিহত হওয়ার পর নাসরাল্লাহ এই মন্তব্য করেন।

হামাস এবং এই অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা সালেহ আল-আরৌরির হত্যার জন্য ইসরাইলের ড্রোন হামলাকে দায়ী করেছেন। তবে ইসরাইল সরাসরি এই দায় স্বীকার করেনি।

বুধবার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেন, ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাস সদস্যরা যেখানেই থাকুক না কেন মোসাদ তা খুঁজে বের করবে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

হামাসের মতো হিজবুল্লাহও যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত। এটি ইরান সমর্থিত একটি জঙ্গি গোষ্ঠী। অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে রকেট নিক্ষেপ করছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।