হিউম্যান রাইটস ওয়াচঃ ২০২৩ সালে এশিয়ায় দমন-পীড়ন বেড়েছে

বিশিষ্ট থাই মানবাধিকার আইনজীবী আর্নন নাম্পা তার বিচারের প্রথম রায় শোনার জন্য আদালতে পৌঁছানোর পর গণমাধ্যমের সাথে কথা বলছেন। ২৬ সেপ্টেম্বর, ২০২৩। ফাইল ছবি।

হিউম্যান রাইটস ওয়াচ নতুন একটি প্রতিবেদনে বলেছে, এশিয়া জুড়ে সরকারগুলো গত বছর আরও নিপীড়নমূলক হয়ে উঠেছে। তারা আরও জোর পেয়েছে পশ্চিমা দেশগুলোর কারণে, যারা চীনের উত্থান এবং দমননীতি ঠেকাতে মিত্র দেশগুলোকে সাহায্য করতে ইচ্ছুক।

চীনের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রবাসে থাকা ভিন্নমতাবলম্বীদের হয়রানি করছে। গত বছর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ৪০ জন চীনা পুলিশ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনা ভিন্নমতাবলম্বীদের হয়রানির অভিযোগে অভিযুক্ত করেছে।

গত বছর ভারতের কথিত হামলা ছিল বিস্ময়কর।

সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, এর তিন মাস আগে কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা ও কানাডিয়ান নাগরিকের হত্যাকাণ্ডে ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল।

ভারত এই দাবিকে “অবাস্তব” বলে প্রত্যাখ্যান করে। কিন্তু মামলাটিতে কিছুটা বিশ্বাসযোগ্যতা দেখা দেয়, যখন নভেম্বরে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অন্য এক শিখ কর্মীকে হত্যার ব্যর্থ চক্রান্ত করার অভিযোগে এক ব্যক্তি এবং এক ভারতীয় সরকারি কর্মকর্তাকে অভিযুক্ত করে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আফগানিস্তান, চীন এবং ভারত ছাড়াও গত বছর মিয়ানমারের পরিস্থিতির বিশেষ অবনতি দেখা দিয়েছিল। দেশটিতে সেনাবাহিনী ২০২১ সালে ক্ষমতা দখল করে এবং প্রবল সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হয়।

জাতিসংঘ বলছে, অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

রবার্টসন উত্তর কোরিয়ার উদ্ধৃতিও দিয়েছেন। তিনি বলেছেন, সেখানে সরকার এখনো স্থানীয় সম্প্রদায়ের ওপর নিয়ন্ত্রণ “পুনরুদ্ধার” করার জন্য কোভিড-১৯ বিধিনিষেধগুলো ব্যবহার করছে। মহামারির আগে তারা সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রন কমাতে কিছু পদক্ষেপ নিতে শুরু করেছিল- যেমন বেসরকারি বাজারে কেনাকাটার ক্ষেত্রে।

বাংলাদেশে সরকার ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগের সহিংস কয়েক মাসে হাজার হাজার বিরোধী দলের সমর্থককে গ্রেপ্তার করেছে। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ জোট টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করে।

এশিয়ার বেশিরভাগ অংশের কঠোর পর্যালোচনা সত্ত্বেও হিউম্যান রাইটস ওয়াচ এই অঞ্চলের বেশিরভাগ প্রান্তিক এলজিবিটিকিউ মানুষের ক্ষেত্রে গত বছর অগ্রগতির কিছু লক্ষণের কথা বলেছে।

নেপালের সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো সমকামী বিবাহকে স্বীকৃতি দিয়েছে এবং জাপান এলজিবিটিকিউ মানুষদের “অন্যায় বৈষম্য” থেকে রক্ষা করার জন্য একটি আইন পাস করেছে।

অন্যদিকে থাইল্যান্ডে বিবাহের ক্ষেত্রে সমতা সংক্রান্ত একটি আইন অনুমোদনের জন্য বড় একটি পদক্ষেপ নেয়া হয়েছে।