জর্ডানে ড্রোন হামলায় ৩ আমেরিকান সৈন্য নিহত, বাইডেন ইরান-সমর্থিত জঙ্গিদের দোষ দিলেন

প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্র বলেছে জর্ডানে সিরিয়া সীমান্তের কাছে এক ড্রোন হামলায় তিনজন আমেরিকান সৈন্য নিহত হয়েছে।

‘’আজ আমেরিকার হৃদয় ভারী। গত রাতে, উত্তরপূর্ব জর্ডানে, সিরিয় সীমান্তের কাছে আমাদের অবস্থানে চালক-বিহীন আকাশ যানের হামলায় তিনজন আমেরিকান সামরিক বাহিনী সদস্য নিহত হয় – এবং অনেকে আহত হয়েছে,’’ প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন।

‘’আমার এখনো এই আক্রমণ সম্পর্কে তথ্য সংগ্রহ করছি, কিন্তু আমরা জানি এই হামলা চালিয়েছে সিরিয়া এবং ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠী,’’ প্রেসিডেন্ট বাইডেন বলেন,

ঘটনা সম্পর্কে বিস্তারিত খবর এখনো আসছে।