ইউক্রেন বলছে, রাশিয়া যুদ্ধে ৪ লাখের বেশি সৈন্য হারিয়েছে

ফাইল ছবি - রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের বাকিনস্কায়া গ্রামের কাছে একটি কবরস্থানে রাশিয়ান ভাগনার ভাড়াটে গোষ্ঠীর যোদ্ধাদের কবর দেখা যাচ্ছে । ( ২২ জানুয়ারি, ২০২৩)

রবিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, দুই বছরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া ৪ লাখ ৯ হাজার ৮২০ জন সৈন্য হারিয়েছে।

ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ অফ দ্য আর্মড ফোর্সেস রাশিয়ার ক্ষয়-ক্ষতিরএই খবর প্রকাশ করেন।

প্রতিবেদনে, আগের দিনে রাশিয়া তাদের ৮১৯ জন সেনা হারিয়েছে বলেও জানানো হয় । রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

রবিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের কয়েকটি প্রদেশে লক্ষ্য করে ছোঁড়া ১৮টি রুশ ড্রোনের মধ্যে ১৬টি ভূপাতিত করেছে।

শনিবার যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যারা ইউক্রেনকে সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, “আমাদের সেটাই নিশ্চিত করতে হবে যেন রাশিয়া হেরে যায়, তাহলেই কেবল পুরো বিশ্ব সম্প্রদায় এবং এ ধরনের আন্তর্জাতিক আইনগুলো টিকবে।”

ইউক্রেনীয়রা এই দিনটি যুদ্ধে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে উদযাপন করে।

যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করতে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন গ্রুপ অফ সেভেনের নেতারা।

এক বিবৃতিতে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে চীন ও ইরানের সমর্থনের নিন্দা জানিয়েছে জি সেভেন । রাশিয়ার সামরিক বাহিনীর প্রতি সহায়তা করা বন্ধ করার জন্য ইরানের প্রতিও আহ্বান জানিয়েছে তারা। তাছাড়া মস্কোর কাছে চীনা অস্ত্র উপাদান এবং ও সামরিক সরঞ্জাম হস্তান্তরের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

ভয়েস অব আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো চিফ নাইকি চিং এই প্রতিবেদনের জন্য কাজ করেছেন। এপি, এএফপি এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের কিছু তথ্য নেওয়া হয়েছে।