ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, রাশিয়া রাতভর ড্রোন হামলা চালানোর সময় ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৮টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া, ক্রাইমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের নৌ-ড্রোন একটি রুশ সামরিক টহল জাহাজে আঘাত হানতে সমর্থ হয়।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনী জানিয়েছে, রুশ জাহাজটির নাম সের্গেই কোতভ। তারা বলছে, ইউক্রেনীয় নৌ-ড্রোন কের্চ প্রণালীর কাছে জাহাজটিতে আঘাত হানতে সমর্থ হয় এবং এই হামলায় জাহাজের “স্টার্ন, স্টারবোর্ড ও পোর্ট সাইড” ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরে হামলা চালাচ্ছে। এটাই এ ধরনের হামলার সর্বশেষ ঘটনা।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর হামলায় মোট ২২টি ড্রোন ব্যবহার করেছে, যার মধ্যে ১৮টিকে ওডেসার আকাশে প্রতিহত করা হয়।
ওডেসার প্রাদেশিক গভর্নর ওলেহ কাইপার জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি।
কাইপার টেলিগ্রামে জানান, রুশ হামলায় একটি বিনোদনকেন্দ্র ও বাড়িসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার তার রাত্রিকালীন বক্তব্যে জানান, ইউক্রেনীয় কর্মকর্তারা জানেন রাশিয়ার “পরবর্তী পরিকল্পনা কি” এবং ইউক্রেন “পাল্টা জবাব দেবে”।
তিনি শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ফল নিয়ে আলোচনার সময় এই বক্তব্য দেন।
এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স, এপি ও এএফপি থেকে নেওয়া হয়েছে।