আল-কায়েদার ইয়েমেন শাখা তাদের নেতা খালিদ আল-বাতারফির মৃত্যুর খবর জানালো

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রদত্ত ছবিতে খালিদ আল-বাতারফিকে দেখা যাচ্ছে।

ইয়েমেনে আল-কায়েদার শাখা রবিবার তাদের নেতা খালিদ আল-বাতারফির মৃত্যুর কথা ঘোষণা করেছে।

সাইট (এসআইটিই) গোয়েন্দা সংস্থার বক্তব্য অনুযায়ী, আল-কায়েদা তাদের প্রকাশিত একটি ভিডিওতে আল-বাতারফির মৃত্যু নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি, তবে দেখা গেছে, তাকে কাফনে মোড়া হয়েছে এবং রয়েছে ওই জঙ্গি গোষ্ঠীর পতাকা।

যুক্তরাষ্ট্র আল-বাতারফির মাথার দাম দিয়েছিল ৫০ লক্ষ ডলার। প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে আল-বাতারফি আরব উপদ্বীপে আল-কায়েদার (একিউএপি) নেতৃত্ব দিয়েছে।

এই জঙ্গি গোষ্ঠী সাদ বিন আতেফ আল-আওলাকিকে তাদের নতুন নেতা হিসেবে মনোনীত করেছে। যুক্তরাষ্ট্র আল-আওলাকির মাথার দাম দিয়েছে ৬০ লক্ষ ডলার।

একিউএপি-কে আল-কায়েদার সবচেয়ে কুখ্যাত শাখা হিসেবে দীর্ঘদিন ধরে দেখা হয়েছে। ২০১৫ সালে ফরাসি ব্যঙ্গচিত্র সাপ্তাহিকী শার্লি এবদোর উপর হামলা চালিয়েছে এই সংগঠন।

আল-বাতারফির আগে এই সংগঠনের নেতা ছিল কাসিম আল-রিমি। ২০১৯ সালে ফ্রোরিডায় যুক্তরাষ্ট্রের এক নৌবাহিনীতে হামলার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের এক ড্রোন হামলায় নিহত হয়েছিল আল-রিমি।