রাশিয়ার নিক্ষিপ্ত ২২টি ড্রোনের ১৭টি ভূপাতিত করেছে ইউক্রেন

ইউক্রেনের খারকিভ অঞ্চলের কামেনকা গ্রামে রাশিয়ার সেনাদের সাথে লড়াইয়ের সময় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ছবি। ১৭ মার্চ, ২০২৪।

সোমবার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়ার নিক্ষেপ করা ২২ টি ড্রোনের মধ্যে ১৭টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার হামলার মধ্যে ইউক্রেন-রাশিয়া সীমান্তে অবস্থিত খারকিভ অঞ্চলকে লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র এবং প্রতিবেশী সুমি অঞ্চলকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলা এর অন্তর্ভুক্ত।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কিয়েভ, পোলতাভস, খমেলনিৎস্কি, চেরকাসি, কিরোভোহরাদ, নিপ্রোপেট্রোভস্ক, ভিনিৎসিয়া, জাপোরিঝিয়া এবং রিভনে অঞ্চলে ড্রোন হামলা প্রতিহত করা হয়।

দিনিপ্রোপেত্রোভস্কের আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক জানিয়েছেন, একটি আবাসিক ভবনের ছাদের ওপর ধ্বংসাবশেষ পড়ে আগুন ছড়িয়ে পড়ে।

আঞ্চলিক গভর্নর আন্দ্রি রায়কোভিচ জানান, ড্রোন হামলায় কিরোভোহরাদ অঞ্চলের আবাসিক ভবন ও শিল্প স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার বলেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তার বাহিনীর একটি সুবিধা রয়েছে এবং রাশিয়ার ভূখণ্ডে হামলা রোধ করতে সীমান্তের ইউক্রেনীয় অংশে একটি বাফার জোন তৈরি করা রাশিয়ার বাহিনীর প্রয়োজন হতে পারে।

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের সর্বসাম্প্রতিক ড্রোন হামলা এবং আন্তর্জাতিকভাবে সমালোচিত নির্বাচনে নতুন আরও ছয় বছরের মেয়াদ দাবি করার পর পুতিন এই মন্তব্য করলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার বলেন, “ইউক্রেনের দখলকৃত ভূখণ্ডে রাশিয়া যা কিছু করে তা অপরাধ।”

রবিবার রাশিয়া বলেছে, ইউক্রেন রাশিয়াজুড়ে ৩৫টি ড্রোন নিক্ষেপ করেছে। এর ফলে একটি তেল শোধনাগারে ক্ষুদ্র অগ্নিকাণ্ড হয়েছে, মস্কো এই ড্রোন হামলার লক্ষ্যবস্তু এবং সীমান্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, ইউক্রেনের ছোঁড়া ড্রোনের মধ্যে ১৭টি দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে, চারটি মস্কো অঞ্চলে এবং বাকিগুলো আরও ছয়টি অঞ্চলে ধ্বংস করা হয়েছে।