এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া স্থগিত করেছেন। সোমবার রাতে হোয়াইট হাউস থেকে এই ঘোষণা দেয়া হয়। প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে এক ইমেইলে জানিয়েছেন যে প্রেসিডেন্ট স্পষ্ট করেই বলেছেন যে তার লক্ষ্য হচ্ছে শান্তি।

সোমবার তাইওয়ানের সেমিকন্ডাক্টার কোম্পানি টিএসএমসি যুক্তরাষ্টে নতুন করে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে। ঐ পরিকল্পনার অংশ হিসাবে সামনের বছরগুলোতে আমেরিকায় আরও পাঁচটি চিপ তৈরির কারখানা নির্মান করা হবে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আমদানি করা চিপের উপরে আমেরিকার নির্ভরশীলতা কমানোর জন্য এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে (জাতির উদ্দেশে) ভাষণ দেবেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর কংগ্রেসের যৌথ অধিবেশনে এটা হবে তার প্রথম ভাষণ। ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে প্রতিক্রিয়া দেবেন মিশিগানের সেনেটর এলিসা স্টাকিন।