এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার আনুষ্ঠানিকভাবে সব ধরণের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপরে শুল্ক ২৫ শতাংশ বাড়িয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ১ এপ্রিল থেকে পাল্টা ব্যবস্থা হিসেবে প্রায় ২৮ বিলিয়ন ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষি সামগ্রীর উপর শুল্ক আরোপের ঘোষণা করেছে।

সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য জানানো ও নিরাপত্তা সহায়তা দেয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন মঙ্গলবার ঘোষণা করেছে যে রাশিয়ার সাথে যুদ্ধে তারা “অবিলম্বে একটি অন্তর্বর্তী ৩০ দিনের যুদ্ধবিরতির” বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত। তবে প্রস্তাবটি ক্রেমলিনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ মঙ্গলবার ফেডারেল সরকারকে ১৪ই মার্চের পর অর্থায়নের লক্ষ্যে স্বল্পমেয়াদী ব্যয় বিল পাশ করেছে। শেষ সময়সীমা ১৪ মার্চ পেরিয়ে যাওয়ার আগেই এই পদক্ষেপ নেয়া হলো। বিলটিকে আইনে পরিণত করার জন্য রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেটেও তা পাস হতে হবে।