অ্যাকসেসিবিলিটি লিংক

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ: ব্যাপক হতাহতের আশঙ্কা


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো নামে একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে শনিবার রাতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের ঘটনায় দমকল বাহিনীর কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ শতাধিক লোক আহত এবং অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম ইউএনবিকে জানান, ইতোমধ্যেই চারজন মারা গেছেন। তবে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পর্যন্ত আহত প্রায় ২০০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের প্রায় তিন ঘণ্টা পরও আহত ব্যক্তিদের বহনকারী অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালে আসছে।

প্রারম্ভিক বিবরণগুলি নির্দেশ করে, রাত আনুমানিক প্রায় ৯:৪৫ এর দিকে ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে কাজ করার সময় রাত ১১টার দিকে একটি কন্টেইনারে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপর কয়েকটি ছোট ছোট বিস্ফোরণ ঘটে এবং তারপর থেকে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ফারুক আরও বলেন, “ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”

আগুন নেভানোর জন্য এখনও পর্যন্ত ১৬টি ফায়ার ফাইটিং ইউনিট পাঠানো হয়েছে। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা তা নিয়ন্ত্রণ করতে পারেনি। কুমিল্লা ও ফেনীর দমকলকর্মীরাও তাদের সঙ্গে যোগ দিচ্ছেন, কিন্তু কনটেইনারে অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থের উপস্থিতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

অগ্নিনির্বাপকদের একজন বলেছেন, "আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। কন্টেইনারের সংখ্যা প্রচুর হওয়ায় ঠিক কখন নাগাদ আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারব, তা জানি না। আমরা জানি না কন্টেইনারের ভেতরে কী ধরনের পণ্য রয়েছে, তবে আমাদের জানানো হয়েছে যে কিছু কন্টেইনারে আমদানি করা রাসায়নিক দ্রব্য রয়েছে যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।"

অভ্যন্তরীণ কনটেইনার ডিপো মালিক সমিতির সভাপতি নুরুল কাইয়ুম খান বলেছেন, তিনি সন্দেহ করছেন আগামী দিনগুলিতে রপ্তানি করার উদ্দেশ্যে রাখা হাইড্রোজেন পারক্সাইডের একটি কন্টেইনার থেকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ ইলিয়াস চৌধুরী সকলকে সিএমএইচ এর ব্লাড ব্যাঙ্কে ছুটে গিয়ে রক্তদানের জন্য অনুরোধ জানিয়েছেন।

আশেপাশের সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিত্সকদের সিএমএইচে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। কারণ সেখানে আহত ব্যক্তিদের ঢল নেমেছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

সিভিল সার্জনের অনুরোধে পরিস্থিতি সামাল দিতে সিএমএইচে চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক চিকিৎসক ও নার্স।

বিএম কন্টেইনার ডিপো, একটি ডাচ-বাংলাদেশী যৌথ উদ্যোগ, যা একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) হিসাবে স্থাপন করা হয়েছিল এবং সেটি ২০১১ সালের মে মাস থেকে পরিচালিত হচ্ছে। বিএম কন্টেইনার ডিপো চট্টগ্রামে অবস্থিত এরকম ১৯টি আইসিডিগুলির মধ্যে একটি।

ডিপোর চেয়ারম্যান হলেন ডাচ ব্যবসায়ী বার্ট প্রঙ্ক, যার বাংলাদেশে আরও অন্যান্য বিনিয়োগ রয়েছে। আর ব্যবস্থাপনা পরিচালক হলেন স্মার্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মুস্তাফিজুর রহমান।

XS
SM
MD
LG