অ্যাকসেসিবিলিটি লিংক

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে সিএমএইচে স্থানান্তর


মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে সিএমএইচে স্থানান্তর
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে সিএমএইচে স্থানান্তর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। শনিবার (৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “উন্নত চিকিৎসার জন্য বিকাল ৫টায় তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে”।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরায় বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। শিশুটিকে তার বোনের স্বামী ও শ্বশুর ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

পরিবার জানিয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার এ ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় এরইমধ্যে গত দুদিনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী।

আটক হওয়া আসামিরা হলেন, হিটু শেখ (৫৯), তার ছেলে সজিব শেখ (২০) ও আজিজ শেখ (২৫)। তাদের বাড়ি মাগুরা থানার নিজনান্দুয়ালী গ্রামে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে

শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে এসে একটি প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে সমাবেশে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অর্ন্তবর্তী সরকারের প্রতি দাবি জানান তারা।

সমাবেশে সামিয়া জাহান নামে এক শিক্ষার্থী বলেন, "আমরা দেখতে পাচ্ছি, নারীদের জীবনের কোনো নিরাপত্তা নেই। ৫ আগস্টের পরে আমরা একটি ইতিবাচক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু পত্রিকা খুললেই শুধু ধর্ষণের খবর সামনে আসে। আজকে মাগুরায় আমাদের বোনের ওপর অত্যাচার হয়েছে, অন্যদিন আরেকজনের ওপর হবে। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি।"

XS
SM
MD
LG