অ্যাকসেসিবিলিটি লিংক

মাগুরায় শিশু ধর্ষকের বিচারের দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার


শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষকের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে আদালত চত্বর ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ৯ মার্চ, ২০২৫।
শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষকের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে আদালত চত্বর ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ৯ মার্চ, ২০২৫।

মাগুরার ৯ বছর বয়সি শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে আদালত চত্বর ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে তারা আদালত চত্বরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা তাদের বাধা দেয় ও শান্ত করার চেষ্টা চালায়।

এ সময় আদালতের গেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা স্লোগানে স্লোগানে ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।

এ ছাড়াও ধর্ষকদের বিচারের দাবিতে শুক্রবার সাধারণ ছাত্র-জনতা মাগুরা সদর থানা ঘেরাও করেছে। শনিবার দুপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা এবং সদর হাসপাতালের সামনে জেলা মহিলা দলের নারী সদস্যরা।

এদিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন, সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ এবং দশজন ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “শনিবার দুপুর ৩টার দিকে শিশুর মা বাদী হয়ে চারজন আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ শিশুটির বড় বোনের শশুর মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের হিটু শেখ, দুলাভাই সজীব শেখ, তার বড় ভাই রাতুল শেখ ও রাতুলের মা জায়েদা খাতুনকে গ্রেপ্তার করে। তাদের শনিবার সন্ধ্যায় আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।”

নিজনান্দুয়ালীর মাঠপাড়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নেন। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল শনিবার বিকাল ৫টার দিকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

XS
SM
MD
LG