অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় দলের সর্বোচ্চ বেতনের ক্রিকেটার তাসকিন আহমেদ; ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন রিয়াদ


জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ
জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় পুরুষ দলের ক্রিকেটারদের নতুন চুক্তি অনুযায়ী সর্বোচ্চ বেতনভুক্ত ক্রিকেটার এখন ফাস্ট বোলার তাসকিন আহমেদ, প্রাথমিকভাবে তালিকায় থাকলেও নিজেকে সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জাতীয় দলের ২১ জন ক্রিকেটারের একটি তালিকা দিয়েছে।

যেখানে তাসকিন আহমেদ এ প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার, তিনি পাবেন ১০ লাখ টাকা প্রতি মাসে।

২০১৪ সালে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে অভিষিক্ত তাসকিন বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট, ৭৯টি ওয়ানডে ও ৭৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

৮ লাখ টাকা করে পাবেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।

ওয়ানডে ফরম্যাট ছাড়ার পর মুশফিক এক ধাপ নেমে বি ক্যাটাগরিতে ছয় লাখ টাকা করে পাবেন।

তার সাথে এই ক্যাটাগরিতে আরও আছেন- মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।

সি ক্যাটাগরিতে আছেন ৮ জন ক্রিকেটার- শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ তামিম, তানজিম সাকিব, শেখ মাহেদি, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

২ লাখ টাকা করে পাবেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

XS
SM
MD
LG